Wednesday, September 24, 2014

আপনার জিমেইল নিরাপদ আছে তো?

অ্যাকাউন্ট সুরক্ষা বিষয়ে গুগলের টুইটঅ্যাকাউন্ট সুরক্ষা বিষয়ে গুগলের টুইটসম্প্রতি রাশিয়ার হ্যাকাররা ৪৯ লাখ ৩০ হাজার জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি করে তা অনলাইনে প্রকাশ করেছে। যেসব গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেগুলোর অধিকাংশ ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে এখনও অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে বলেই হ্যাকারদের দাবি। গুগলের মেইল সার্ভিস জিমেইল, গুগল ড্রাইভ, ইউটিউব, ম্যাপ প্রভৃতি সেবার ক্ষেত্রেও চুরি করা অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে কাজে লাগাতে পারে দুর্বৃত্তরা। এক খবরে এ তথ্য জানিয়েছে দ্য নেক্সট ওয়েব।
চুরি যাওয়া গুগল অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে বিটকয়েন ফোরাম বিটিসিসেক ডটকমে। টিভিস্কিট নামের এক ব্যবহারকারী বিটকয়েনের ওই ফোরামে তথ্যগুলো বিক্রি করেছেন। ওই হ্যাকারের দাবি, এই অ্যাকাউন্টগুলো ক্ষেত্রে ৬০ শতাংশ পাসওয়ার্ড এখনও পরিবর্তন করা হয়নি।
এদিকে, গুগল কর্তৃপক্ষ অ্যাকাউন্ট হ্যাকের কথা অস্বীকার করেছে। এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে,  এখানে যেসব পাসওয়ার্ড দেওয়া হয়েছে তার মধ্যে সর্বোচ্চ দুই শতাংশ অ্যাকাউন্টের ক্ষেত্রে তা কার্যকর হতে পারে। এ নিয়ে একটি টুইটও প্রকাশ করেছে গুগল।
গুগলের স্বয়ংক্রিয় অ্যান্টি-হাইজাকিং সিস্টেম এই পাসওয়ার্ড ব্যবহার করে অ্যকাউন্টে লগ ইন করতে গেলে তা বন্ধ করে দেবে।
গুগল দাবি করেছে, তারা গুগল অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি অবগত। তবে গুগলের কোনো সিস্টেম হ্যাক করতে পারেনি সাইবার দুর্বৃত্তরা।
গুগলের ব্লগ পোস্টে দাবি করা হয়েছে, ‘অন্য কোনো পদ্ধতিতে গুগল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া অ্যাকাউন্টগুলোর লগ ইন তথ্য এক জায়গায় করে এত লগ ইন তথ্য জোগাড় করা হয়েছে।  অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে একই ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করলে এবং অনলাইনের অন্য কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে সেই তথ্য ব্যবহার করে গুগল অ্যাকাউন্টের তথ্যও হাতিয়ে নেওয়া হতে পারে। এ ছাড়াও ম্যালওয়্যার বা ফিশিংয়ের মাধ্যমে লগ ইন তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা।
প্রসঙ্গত, সম্প্রতি অ্যাপলের আইক্লাউড থেকে তারকাদের নগ্ন ছবি ফাঁস করেছিল সাইবার দুর্বৃত্তরা এবং পরে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। অ্যাপলের এই অনলাইন সেবা থেকে হলিউডের তারকাদের ছবি ও ব্যক্তিগত তথ্য চুরি ও ফাঁস হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে অ্যাপল। এতে অ্যাপলের আইক্লাউড সিস্টেমের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
গুগলের পরামর্শ
জিমেইল বা গুগল অ্যাকাউন্টে লগ ইন তথ্য সুরক্ষায় কয়েকটি পরামর্শ দিয়েছে গুগল। এক ব্লগ পোস্টে গুগল কর্তৃপক্ষ এই পরামর্শ গুলো দিয়েছে।
১. গুগলে স্বতন্ত্র একটি পাসওয়ার্ড ব্যবহার করুন। এই পাসওয়ার্ড যতটা সম্ভব জটিল করুন। অক্ষর, সংখ্যা, চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড জটিল করা যায়।
২. আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে তবে তা পুনরুদ্ধার করতে মোবাইল ফোন নম্বর ও রিকভারি মেইল ব্যবহার করুন।
৩. টু-স্টেপ ভেরিফিকেশন বা দ্বি-স্তরের নিরাপত্তা ব্যবহার করুন।দুই স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে তার অ্যাকাউন্টে নিয়মিত পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি লগ ইন করার সময় স্মার্টফোন ও ট্যাবে অ্যাপলের পাঠানো আরও একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত একটি স্তরের নিরাপত্তা পাওয়া যায়।
৪. গুগলের g.co/accountcheckup এই লিংক থেকে অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য বিভিন্ন পদ্ধতি পাবেন। সেগুলো যত দ্রুত সম্ভব পরীক্ষা করে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Tuesday, September 23, 2014

জেনে নিন কিছু অসাধারন তথ্য********

*কোকাকোলা প্রথমে ছিল সবুজ।
* সকল মহাদেশের নাম যে অক্ষর দিয়ে শুরু হয় সেই অক্ষর দিয়ে শেষ হয়।
* USA-র সব লোকের কমপক্ষে ২টি করে Credit Card আছে।
* মহিলারা পুরুষদের তুলনায় একদিনে প্রায় দ্বিগুণ চোখের পাতা ফেলে।
* কেঊ নিজের শ্বাস রোধ করে নিজেকে হত্যা করতে পারে না।
* যখন কেউ হাঁচি দেয় তখন অন্যরা তাকে বেঁচে থাকো বলে আশীর্বাদ করে। কারণ যখন কেউ হাঁচি দেয় তখন তার হার্...ট এক মিলি সেকেন্ডের জন্য থেমে যায়।
* এক বক্স তাসের ৪টি রাজা ইতিহাসের ৪জন বিখ্যাত রাজার প্রতীক। তারা হলেনঃ রাজা দাউদ, আলেকজান্ডার, জুলিয়াস সিজার এবং শার্লিম্যান।
* কুমির তার জিহ্বা বের করতে বা উঁচিয়ে ধরতে পারে না।
* শামুক একটানা তিন বছর ঘুমাতে পারে।
* প্রজাপতি তাদের পা দিয়ে স্বাদ গ্রহন করে।
* হাতি একমাত্র প্রানী যারা লাফাতে পারে না।
* গত ৪০০০ বছরে নতুন কোন প্রাণী গৃহপালিত করা হয়নি।
* এক ঘন্টার জন্য হেডফোন লাগালে কানে ব্যাকটেরিয়ার পরিমাণ ৭০০ গুন বৃ্দ্ধি পায়।
* হাতের ছাপের মত সকলের জিহ্বার ছাপও ভিন্ন।

Friday, September 19, 2014

We are built imagination

This is a design & construction company . We estimate what amount of material & price of this material need to complete a structure . We also make plan about a project & design of a project . We have  experienced architectural engineer , civil engineer ,electrical engineer . If you are interested please contact our number .Visit http://amra20constructionltd.blogspot.com

Sunday, July 6, 2014

10 Tips to Talk About Anything with Anyone

Enough small talk; let's go with those ten tips!
1.Listen. Too often when we're meeting someone new, we try to fill the dead moments with chatter about ourselves. Far better for you to listen first, talk second. Of course, someone has to start the conversation, but if you and your companion actually listen to each other and not worry about what to say next, things will flow more naturally.
2. Use empathic reflecting skills.  The next level of Rogerian communication involves restating what you heard or at least what youthink you heard. This will show that you've been listening and will also allow your conversation partner to clarify if in fact you are way off in your judgment of what you thought you heard.
3. Turn on your nonverbal detectors.Rogers was well known for his ability to read the body language of his clients. It's easiest to do this if you refocus your attention from how you're feeling inside to how you think the other person is feeling based on that person's nonverbal cues. If the person seems uncomfortable with where the conversation is heading, shift gears. Though some people enjoy debating politicsreligion, and sex, other people would rather keep things light. Learn how to gauge the impact of what you're saying by reading bodily cues such as posture, eye contact, and hand movements.
4. Avoid snap judgments.  If you follow steps 1-3 above, you'll be less likely to misjudge the person you're talking to, but we all suffer from the temptation to rush to conclusions about people based on superficial cues. Things aren't always what they seem to be when meeting someone for the first time. If you've listened carefully, reflected back what you heard, and kept your nonverbal channel open, you'll be less likely to make a mistaken judgment based on outer cues.
5. Be an online detective or behavioral profiler. You can help your case even further if you have the chance to find out ahead of time who you'll be meeting along with a little bit of their history. Then you'll be prepared to ask questions that will be relevant to the people you're meeting. If you don't have the opportunity, practice your behavioral profiling by using the visual cues at your disposal (think Sherlock Holmes who could infer occupation by looking at someone's hands).
6. Don't assume people will agree with you. Research on social psychology shows that many of us engage in the "assumed similaritybias." It's not safe to conclude that because you are opposed to one or another political party that the person you're talking to is as well. Debates can make for enjoyable conversation. If you assume everyone feels as you do, though, it's likely you'll get started on the wrong foot and end up with it in your mouth.
7. Try to learn from each interaction with a new person.  A person you've never met before may have been places and done things that you haven't yet or will never do. People from other places, including countries other than your own, can give you new perspectives. They will only open up if you show that you're interested. You can expand your knowledge of other regions, cultures, and nations, ultimately making you a more interesting conversationalist as well.
8.  Stay on top of the news. Being familiar with current events is absolutely the best way to have enough topics to bring up in any conversation. The topics don't have to be weighty nor do they have to involve in-depth expertise. Even knowing what the number one box office hit or what the hot songs or videos are is better than being oblivious to what is going on in the world around you.
9.  Know when not to talk. Some people prefer no conversation at all, especially in confined situations such as public transportation. You might think it's great to while away the boring hours on a long airplane ride by conversing with your seat neighbor. However, if you're getting cues from that passenger (or others around you) to the contrary, then take the hint that your silence would be considered golden. If you find yourself constantly doing this wherever you go (and getting negative feedback), make sure you won't be bored by bringing along something to read or do to keep yourself amused.
10.  Don't overshare. Perhaps you've heard the adage that it's ok to tell strangers your most private secrets. After all, you'll never see them again. Right? There are 3 flaws in that argument: 1. You may see that person again, or that person might know someone you know. In the six-degrees-of separation world that we live in, it's amazing how quickly your personal secrets can spread. 2. People feel uncomfortable when they hear a stranger's deepest secrets. Put yourself in the other person's shoes. How would you feel if you heard someone you hardly know tell you about their love affairs, medical condition, or family disputes?

Thursday, May 29, 2014

যে ১০ টি বৈশিষ্ট্য অর্জন করতে পারলে আপনি পাবেন একটি ভালো চাকরি

 বর্তমান সময়ে ভালো চাকরি পাওয়া বেশ কষ্টের। ভালো বেতন, পছন্দের কাজ- এটাই তো একটি স্বপ্নের চাকরি, তাই না? অনেকে চাকরি পরীক্ষার শেষ ধাপ পর্যন্ত গিয়েও ঘুরে এসেছেন। ঠিক বুঝে উঠতে পারেন না কি কারণে তিনি চাকরিটা পেয়েও পেলেন না। প্রতিযোগিতার এই যুগে ভালো চাকরি পেতে যারা আগ্রহী তাদের মাথায় রাখতে হয় কিছু বিষয়, যদিও প্রচুর মেধাবী হলেও দুর্নীতির জোরে অন্য কেউ আপনার আসনটি দখল করে নেয়। তারপরও আপনি আপনাকে সবার চেয়ে বেশি যোগ্য করে তুলতে তো একেবারে দোষ নেই। তাই জেনে নিন ঠিক কী কী বৈশিষ্ট্য থাকলে আপনি খুব সহজেই পেতে পারেন একটি ভালো চাকরি।

১. আত্মবিশ্বাসী :

ভালো চাকরি পেতে হলে আপনার মাঝে যে বিষয়টি অবশ্যই থাকা দরকার সেটি হল আত্মবিশ্বাস। নিজের প্রতি নিজের কাজের প্রতি একটা আস্থা থাকতে হবে আপনার। আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে আপনি পারবেন। আপনি যদি ভাইভা বোর্ডে থাকেন তাহলে আপনাকে প্রমাণ করে বুঝিয়ে দিতে হবে যে আপনি এই চাকরির জন্য যথেষ্ট পরিমাণে যোগ্য। এর জন্য আপনাকে সেই বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে। আপনি কোনো বিষয় না পারলে স্মার্টলি বলে দেবেন আপনি এই বিষয়ে অবগত নন। কারণ সব মানুষ যে সব বিষয়ে জানতে এমন কোনো কিছু নেই। আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী হতে হবে।

২. নেতৃত্ব দেয়ার ক্ষমতা থাকতে হবে :

আপনার মাঝে এই বৈশিষ্ট্যটি থাকতে হবে যে আপনি নেতৃত্ব দিতে পারেন। কারণ ভালো চাকরিগুলোতে এটাই বেশি প্রয়োজন। এর জন্য আপনাকে সব বিষয়ে দক্ষ হতে হবে। এখানে আপনার বলার কোনো অবকাশ নেই যে আপনি কোনো জিনিস পারেন না। আপনাকে সব পারতে হবে। সবাইকে নিয়ন্ত্রণে আনার ক্ষামতা থাকতে হবে।

৩. বহুবিধ কাজ জানতে হবে :

আপনি শুধু একদিকেই অনেক দক্ষ তাহলে ঠিক চলবে না। কারণ ক্যারিয়ারে ভালো অবস্থান তৈরি করতে হলে আপনাকে নানা ধরনের কাজ জানতে হবে। না জানলে আপনার জায়গা হয়ত অন্য কেউ দখল করে নিবে। এ কারণে বহুবিধ কাজের দক্ষতা রাখতে হবে নিজের মাঝে।

৪. উপস্থিত বুদ্ধি থাকতে হবে :

ভালো চাকরি পেতে হলে আপনার মাঝে অবশ্যই উপস্থিত বুদ্ধি থাকতে হবে। কোনো একটা জায়গায় আপনি স্থির হয়ে গেলেন তাহলে আপনার পাশের কলিগ আপনার সুযোগটি নিয়ে নিতে পারে। এ কারণে সে জায়গাটি কাটিয়ে ওঠার জন্য অবশ্যই উপস্থিত বুদ্ধি থাকতে হবে। তাহলে সব সমস্যার তাড়াতাড়ি কোনো সমাধান বের করে ফেলতে পারেন।

৫. বিপরীত ভূমিকা পালন করতে জানতে হবে :

আপনি ভালো চাকরি খুঁজছেন। আপনি শুধু আপনার সমস্যাটাই বুঝতে পারছেন। আপনি ভাইভা বোর্ডে গেলেন আপনি ভাইভা দিলেন। এরপরে শুধু আপনার দিক থেকে না বিবেচনা করে বিচারকের দিক থেকেও ভাবুন যে আপনাকে তারা চাকরিটি কেন দেবে আর কেন দেবে না। এবার দেখবেন আপনি আপনার নিজের বিষয়ে জেনে গেছেন। নিজের ভুলগুলো ঠিক কোথায় হচ্ছে ধরতে পেরেছেন। তাহলে পরবর্তী কোনো জায়গায় এই ভুলগুলো আর করবেন না।

৬. সিদ্ধান্ত নির্মাতা হন :

সিদ্ধান্ত নেয়ার মত ক্ষমতা আপনার মাঝে থাকতে হবে। যে কোনো জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার মত দক্ষতা অবশ্যই আপনাকে দেখাতে হবে। তাহলেই আপনি ভালো একটি চাকরি আশা করতে পারেন।

৭. সতর্ক খেলোয়াড় হতে হবে :

আপনি যদি সত্যিই একজন ভালো চাকরির প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই সতর্ক খেলোয়াড় হতে হবে অর্থাৎ সতর্কভাবে এগুতে হবে। প্রতিটা কাজই একটা পরিকল্পনা মত করতে হবে। তাহলেই সম্ভব ভালো চাকরি পাওয়া।

৮. পরিকল্পনাকারী হতে হবে :

ভালো কিছুর জন্য পরিকল্পনার প্রয়োজন হয়। পরিকল্পনা ছাড়া কোনো কিছুরই ফলাফল ইতিবাচক হয় না। এ কারণে আপনাকে অবশ্যই একজন পরিকল্পনাকারী হতে হবে। কীভাবে আপনি একটি চাকরিটি পেতে পারেন তার একটি পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই আপনি খুব সহজেই পেতে পারেন ভালো একটি চাকরি।

৯. বিশ্লেষক হতে হবে :

আপনার মাঝে অবশ্যই বিশ্লেষণ ক্ষমতা থাকতে হবে। প্রতিটি কাজকে বিশ্লেষণী দৃষ্টিতে দেখতে হবে। তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আপনার ভালো চাকরি পেতে হলে ঠিক কি ধরনের কাজ করা প্রয়োজন। সেভাবে কাজ করলেই আপনার ফলাফল ইতিবাচক হবে।

১০. সাহায্য করার মনমানসিকতা থাকতে হবে :

ভালো চাকরি পেতে হলে আপনাকে সাহায্যকারী হতে হবে অর্থাৎ সাহায্য করার মনমানসিকতা রাখতে হবে। আপনি যদি ভালো সাহায্যকারী হয়ে থাকেন তাহলে আপনি সবার দৃষ্টি কাড়তে পারবেন এবং ভালো চাকুরিও পেতে পারেন। কেননা আজকালকার যুগে সাহায্যকারীর বড় অভাব।

কিছু প্রবাসী বাংলাদেশী বিজ্ঞানীর নাম ও পরিচয় যারা পৃথিবীর বুকে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখছেন

জাওয়েদ করিম
পরিচয়:
জাওয়েদ করিমের জন্ম তৎকালীন পূর্ব জার্মানিতে ২৮শে অক্টোবর ১৯৭৯ সালে। তাঁর বাবা, নাইমুল করিম 3M কোম্পানিতে কর্মরত একজন বাংলাদেশী গবেষক। তার মা, ক্রিস্টিন করিম, ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে প্রাণ-রসায়নের একটি গবেষণা সহকারী অধ্যাপক। করিম জার্মানিতে বড় হয়েছেন। কিন্তু তাঁর পরিবার ১৯৯২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়।
শিক্ষাজীবন :
করিম সেন্ট্রাল হাই স্কুল থেকে পাস করেন (সেইন্ট পল, মিনেসোটা), এবং ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা শ্যাম্পেইনে ভর্তি হন। সেখান হতে তিনি ২০০৪ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। জাওয়েদ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেছেন। সেখানে পড়া অবস্থায় করিম PayPal এ চাকুরি শুরু করেন।
PayPal-এ চাকুরি করার সময় তার সাথে পরিচয় হয় Chad Hurley ও Steve Chen এর সাথে। এই তিনজন পরে একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট চালু করেন। গুগোল যখন ঐ ওয়েবসাইটটি কিনে নেয় তখন জাওয়েদ করিমকে ৬৪ মিলিয়ন ডলারের ১,৩৭,৩৩৪ টি শেয়ার দেওয়া হয়। করিম পরবর্তিতে এই টাকা বিভিন্ন ভার্সিটির ছাএদের বিভিন্ন বিজনেস আইডিয়া লন্চ ও ডেভলপ করতে ব্যবহার করেন। আপনার কাছে কোন ইউনিক কোন বিজনেস আইডিয়া থাকলে তাঁর সাথে যোগাযোগ করতে পারেন।
জি, আমারদের জাওয়েদ করিমই জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের (YouTube) সহ-প্রতিষ্ঠাতা। ২০০৫ সালের ২৩শে এপ্রিল “Me at the zoo” নামের ভিডিওটি আপলোড করে করিম অফিসিয়ালি ইউটিউব আমাদের জন্য উন্মুক্ত করেন।
ফজলুর রহমান খান

পরিচয়:
ফজলুর রহমান খান ১৯২৯ সালের ৩রা এপ্রিল মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জন্মগ্রহণ করেন। তাকে বলা হয় “Einstein of structural engineering”, “the Father of tubular designs for high-rises”।
শিক্ষাজীবন:
তিনি ১৯৪৪ সালে আরমানিটোলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে কলকাতার শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, শিবপুর) ভর্তি হন। ফাইনাল পরীক্ষা চলাকালে পঞ্চাশের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তিনি ঢাকায় ফিরে এলে তৎকালীন আহসানউলাহ ইঞ্জিনিয়ারিং কলেজ,বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) থেকে বাকি পরীক্ষা সমাপ্ত করেন ৷ কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত পরীক্ষার এবং আহসানউলাহ ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষার উভয় ফলের ভিত্তিতে তাঁকে বিশেষ বিবেচনায় ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয় ৷ এ মূল্যায়নে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। জনাব এফ আর খান ১৯৫২ তে যুগপৎ সরকারী বৃত্তি ও ফুল ব্রাইট বৃত্তি নিয়ে পি এইচ ডি ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন ৷ সেখানে ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা শ্যাম্পেইন থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং তত্ত্বীয় ও ফলিত মেকানিক্স-এ ডাবল “এমএস” করার পর ডক্টরেট ডিগ্রি লাভ করেন ৷
কর্মজীবন:
ব্যাচেলর ডিগ্রি অর্জনের পরপরই তিনি আহসানউলাহ ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপকের পদে নিযুক্তি লাভ করেন। ১৯৫৫ সালে তিনি শিকাগো শহরের স্কিডমোর, ওউইং ও মেরিল নামের প্রকৌশল প্রতিষ্ঠানে যোগ দেন। ডক্টরেট ডিগ্রি অর্জনের পর ১৯৫৬ সালে দেশে ফিরে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ব পদে যোগদান করেন। পরবর্তীতে আমেরিকার স্থাপত্য প্রতিষ্ঠান স্কিড মোর এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র গিয়ে এ কোম্পানীর শিকাগো অফিসের পরিচালক হিসেবে যোগদান করেন ৷ পাশাপাশি তিনি আমেরিকার ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি এর স্থাপত্য বিভাগে অধ্যাপক পদে অধিষ্ঠিত হন । সেখানে পরে তিনি প্রফেসর এমিরিটাস হয়েছিলেন ।
সম্মাননা:
ডঃ এফ আর খান নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, লি হাই বিশ্ববিদ্যালয় ও সুইস ফেডারেল টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন ৷
১৯৯৯ সালে তাকে স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর) প্রদান করা হয়।
কৃতিত্ব:


শিকাগোর সিয়ার্স টাওয়ার তার অনন্য কীর্তি। তিনি ১৯৭২ সনে ‘ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ড’-এ “ম্যান অব দি ইয়ার” বিবেচিত হন এবং পাঁচবার স্থাপত্য শিল্পে সবচেয়ে বেশী অবদানকারী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত হবার গৌরব লাভ করেন (৬৫,৬৮,৭০,৭১,৭৯ সালে)৷ ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের “ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং” এর সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ সনে আমেরিকার ‘নিউজ উইক’ ম্যাগাজিন শিল্প ও স্থাপত্যের উপর প্রচ্ছদ কাহিনীতে তাঁকে মার্কিন স্থাপত্যের শীর্ষে অবস্থানকারী ব্যক্তি হিসেবে বর্ণনা করে ৷ স্থপতি ডঃ এফ, আর, খান আন্তর্জাতিক গগনচুম্বী ও নগরায়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ৷ তাঁর অন্যান্য অবদানের মধ্যে রয়েছে শিকাগোর জন হ্যানকক সেন্টার, জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরের, হজ্ব টার্মিনাল এবং মক্কা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য মডেল অংকন ৷
১৯৯৮ সালে শিকাগো শহরের সিয়ার্স টাওয়ারের পাদদেশে অবস্থিত জ্যাকসন সড়ক পশ্চিম পার্শ্ব এবং ফ্রাঙ্কলিন সড়কের দক্ষিণ পার্শ্বের সংযোগস্থলটিকে নামকরণ করা হয় “ফজলুর আর. খান ওয়ে”।
গবেষণা:
এফ, আর, খান মুসলিম স্থাপত্য বিষয়ের উপর নানা ধরনের গবেষণা করেছেন ৷ ডঃ খান Tube in Tube নামে স্থাপত্য শিল্পের এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন যার মাধ্যমে অতি উচ্চ (কমপক্ষে একশত তলা) ভবন স্বল্প খরচে নির্মাণ সম্ভব ৷ গগনচুম্বী ভবনের উপর সাত খন্ডে প্রকাশিত একটি পুস্তকের তিনি সম্পাদনা করেন ৷
অবদান:
সিয়ার্স টাওয়ার (Sears Tower) এর নকশা প্রনয়ন করেন।
জন হ্যানকক সেন্টার এর নকশা। (১০০ তলা)
জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দর।
হজ্ব টার্মিনালের ছাদ কাঠামো। (৫০,০০০ বর্গফুট)
মক্কা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য নকশা।
ডাকটিকিট:
১৯৯৯ সালে ফজলুর রহমান খানের স্মরণে বাংলাদেশ ডাক বিভাগ একটি ডাকটিকিট প্রকাশ করেছে। ৪ টাকা মূল্যমানের এই টিকিটটিতে রয়েছে ফজলুর রহমান খানের আবক্ষ চিত্র, আর পটভূমিতে রয়েছে সিয়ার্স টাওয়ারের ছবি।
স্বাধীনতা যুদ্ধকালীন ভূমিকা:
তিনি ১৯৭১ সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন ৷ বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে।
মৃত্যু:
১৯৮২ সনের ২৬শে মার্চ জেদ্দায় তিনি মৃত্যুবরণ করেন ৷ মৃত্যুর পর তার দেহ আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং শিকাগোতে তাকে সমাহিত করা হয়।
মাজহারুল ইসলাম
পরিচয়:
মাজহারুল ইসলাম (জন্ম:২৫ জুলাই, ১৯২৩ – মৃত্যু: ১৪ জুলাই, ২০১২) বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম। তিনি বাংলাদেশের স্থাপত্য পেশা চর্চার পথিকৃৎ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রথম সভাপতি ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণসহ নানা সময়ে বিভিন্ন প্রগতিশীল আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন তিনি।
শিক্ষা জীবন:
মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে নানার বাড়িতে ১৯২৩ খ্রীস্টাব্দের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সেই সময় তাঁর বাবা ওমদাতুল ইসলাম ছিলেন কৃষ্ণনগর কলেজের অংকের শিক্ষক। কৃষ্ণনগর কলেজ স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর পিতার বদলির সুবাদে রাজশাহীতে যান। রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করার পর ঐ কলেজ থেকেই পদার্থবিজ্ঞানে অনার্সসহ স্নাতক পাস করেন। এরপর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রকৌশল বিদ্যা পড়া শেষ করেন ১৯৪৬ সালে। দেশ ভাগের পর ১৯৪৭ সালে সহকারী প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।
১৯৫০ সালে যুক্তরাষ্ট্র যান এবং অরিগন বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যের পাঠ নিয়ে আড়াই বছর পর দেশে ফেরেন। দেশে ফিরে একনাগারে ছয় মাসের পরিশ্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও লাইব্রেরী ভবনের ডিজাইন করেন।
এরপর ১৯৫৬ তে বৃত্তি নিয়ে তিনি ট্রপিক্যাল আর্কিটেকচার পড়তে লন্ডনের এএ স্কুল অব আর্কিটেকচার-এ যান। ১৯৬০ এ যান ইয়েল ইউনিভার্সিটিতে পল রুডল্‌ফ-এর অধীনে মাস্টার্স করতে।
কর্ম জীবন:
১৯৬১ এর শেষের দিকে তিনি দেশে ফিরে আসেন। কর্মজীবন শুরু করেছিলেন পূর্ব পাকিস্তানের কনস্ট্রাকশন, বিল্ডিং অ্যান্ড ইরিগেশনে। মতের মিল না হওয়ায় ১৯৬৪ সালে সরকারি চাকরি ছেড়ে প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহর সঙ্গে ‘বাস্তুকলাবিদ’ নামে একটি স্থাপত্য উপদেষ্টা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ স্থাপত্য অনুষদ চালু করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি। এখানে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন।
অবদান:
১৯৫৩-৫৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, ঢাকা।
১৯৫৩-৫৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবন।
১৯৬৩-৬৪: খিলগাঁও রেলওয়ে পুর্নবাসন প্রকল্প, ঢাকা।
১৯৬৩-৬৪: নতুন রাঙ্গামাটি শহর পরিকল্পনা, রাঙ্গামাটি।
১৯৬২: চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প, আজিমপুর, ঢাকা।
১৯৬৩-৬৫: বিসিএসআইআর লাইব্রেরী ভবন, ঢাকা।
নিপা ভবন, ঢাকা।
১৯৬৫-৭১: কৃষি উন্নয়ন কর্পোরেশন মতিঝিল, ঢাকা।
১৯৬৫-৭১: জীবন বীমা ভবন, মতিঝিল, ঢাকা।
১৯৬৫-৭১: রাজশাহী, বগুড়া, পাবনা, সিলেট ও বরিশালের জন্য পাঁচটি পলিটেকনিক ইনিস্টিটিউট (বিদেশী স্থপতি স্ট্যানলি টাইগারম্যানকে সাথে নিয়ে)।
১৯৬৫-৭১: সড়ক গবেষণা পরীক্ষাগার, ঢাকা।
১৯৬৮-৭১: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার প্লান ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বেশকিছু গুরুত্বপূর্ণ ভবন।
১৯৬৮-৭১: রূপপুরে আনবিক শক্তি কমিশনের আবাসন প্রকল্প।
১৯৬৮-৭১: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় মাস্টার প্লান ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বেশকিছু গুরুত্বপূর্ণ ভবন।
১৯৮০-৮৪: জয়পুরহাট কয়লা ও সিমেন্ট প্রকল্প ।
১৯৮০-৮৪: জাতীয় গ্রন্থাগার ও জাতীয় আর্কাইভ ভবন, শেরে বাংলা নগর, ঢাকা।
১৯৮৭: বিশ্ব ব্যাংক অফিস ভবন, ঢাকা ।
১৯৯৫: ২০ তলা “গার্ডেন সিটি” প্রকল্প, ঢাকা।
সম্মাননা:
স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৯)
আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্ট এর জাতীয় সম্মেলনে সম্মানিত ফেলোশিপ অর্জন। (১৯৯৯)
আগা খান পুরস্কারের সম্মানিত বিচারকের দায়িত্ব পালন। (১৯৮০)
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর প্রথম স্বর্ণ পদক অর্জন। (১৯৯৩)
ভারতের জে কে সিমেন্ট আয়োজিত স্থাপত্যশিল্পে শ্রেষ্ঠ অবদানের জন্য ‘গ্র্যান্ডমাস্টার অ্যাওয়ার্ড’।
মোহাম্মদ আতাউল করিম
পরিচয়:
মোহাম্মদ আতাউল করিম বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখার মিশন হাউজে জন্মগ্রহণ করেন আতাউল করিম। বাবা মোহাম্মদ আবদুস শুকুর পেশায় ডাক্তার ছিলেন। বাংলাদেশী-মার্কিন পদার্থবিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোকে অবস্থিত ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট (গবেষণা) হিসেবে কর্মরত এই বিজ্ঞানী ইলেক্টো-অপটিক্সের গবেষণায় অন্যতম পথিকৃত হিসেবে গণ্য।
শিক্ষাজীবন:
তাঁর শিক্ষাজীবন শুরু হয় বড়লেখার একটি প্রাথমিক বিদ্যালয়ে, অত:পর বড়লেখার বিখ্যাত পিসি হাই স্কুলে পড়ালেখা করেন। পরবর্তিতে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে প্রথম শ্রেণীতে ৪র্থ স্থান অধিকার করেন। ১৯৭২ খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেট এমসি কলেজ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানে বি.এসসি. (অনার্স) ডিগ্রী লাভের পর উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন।[১] পদার্থবিজ্ঞানে মাস্টার অফ সায়েন্স, ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার অফ সায়েন্স এবং পিএইচডি করেন ইউনিভার্সিটি অব আলাবামা থেকে, যথাক্রমে ১৯৭৮, ১৯৭৯ এবং ১৯৮১ খ্রিস্টাব্দে।
কর্মজীবন:
পড়ালেখা শেষ করে তিনি আরকানস বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন ১৯৮২ খ্রিস্টাব্দে। ১৯৮৩ খ্রিস্টাব্দে উইচিটা স্টেট ইউনিভার্সিটিত্র তড়িৎ প্রকৌশল বিভাগে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৮৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। ১৯৮৬ খ্রিস্টাব্দে তিনি ইউনিভার্সিটি অফ ডেইটনে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৮৮ সালে তিনি সহযোগী অধ্যাপক এবং ১৯৯৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ডেইটন বিশ্ববিদ্যালয়েই তিনি ইলেক্ট্রো-অপটিক্স প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯১ থেকে ১৯৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত।। ১৯৯৪ থেকে ১৯৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেখানে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৮ খ্রিস্টাব্দে ওহিও’র রাইট প্যাটার্সন বিমান ঘাঁটিতে এভিওনিক্স পরিচালক হিসেবে যোগ দেন এবং ১৯৯০ খ্রিস্টাব্দে পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। ১৯৯৮ খ্রিস্টাব্দে তিনি টেনেসী বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০০০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০০ সালে তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে তড়িৎ প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলের ডীন হিসেবেও কর্মরত ছিলেন। ২০০৪ সালে তিনি নরফোকে অবস্থিত ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (গবেষণা) হিসেবে কর্মরত।
গবেষণা:
-বায়োফিজিক্স
-ননলিনিয়ার ইমেজ প্রসেসিং
-ইলেক্ট্রো অপটিকাল ডিসপ্লে’জ
-অপটিকাল কম্পিউটিং
-অপটিকাল ও হাইব্রিড ইলেক্ট্রো অপটিকাল সিস্টেমস ডিজাইন
-প্যাটার্ন রিকগনিশন
-ম্যাগলেভ ট্রেন
তার গবেষণার ব্যাপক অগ্রগতির কারণে অর্থ ব্যয় করছে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ, রাইট প্যাটার্সন ল্যাবরেটরি, অপটিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েটস, মার্কিন সেনাবাহিনী, ন্যাভাল রিসার্চ ল্যাবরেটরি প্রভৃতি প্রথম সারির সরকারি প্রতিষ্ঠানগুলো। তাঁর অধীনে ৫৭ জনেরও অধিক শিক্ষার্থী মাস্টার্স ও ডক্টরেট পর্যায়ে গবেষণা প্রতিবেদন রচনা করেছেন।
সদস্য:
-ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স
-ইনস্টিটিউট অব ফিজিক্স, যুক্তরাজ্য
-অপটিকাল সোসাইটি অব আমেরিকা
-বাংলাদেশ বিজ্ঞান একাডেমী
-Virginia Research and Technology Advisory Commission (VRTAC),
-Southern Universities Research Association (SURA)
লেখালেখি:
করিম ছাত্র থাকাকালীন সময়ে লেখালেখি শুরু করেন। ১৯৭২-১৯৭৬ পর্যন্ত বিজ্ঞান সাময়িকী ও বাংলা একাডেমী বিজ্ঞান পত্রিকায় তার ত্রিশটিরও বেশি লেখা প্রকাশিত হয়। বিজ্ঞান সাময়িকীতে তার প্রকাশিত লেখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিবর্তন কাহিনী এবং সাম্প্রতিক। তিনি বাংলা একাডেমীতে একটি বইয়ের পান্ডুলিপিও জমা দিয়েছিলেন, কিন্তু বইটি প্রকাশিত হয়নি। উচ্চতর শিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সাথে বাংলায় তার লেখালেখিরও সমাপ্তি ঘটে।
প্রকাশনা:
তিনি ১৮টি বই রচনা করেছেন। এছাড়া আরো ৭টি বইয়ে তিনি ‘অধ্যায়’ লিখেছেন। তাঁর বৈজ্ঞানিক নিবন্ধের সংখ্যা ৩৭৫-এরও বেশি। তাঁর নিবন্ধগুলো পৃথিবীর খ্যাতনামা জার্নালসমূহে প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ও সম্পাদিত বইগুলো বিভিন্ন দেশে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়। তার বইগুলোর মধ্যে Digital Design: A Pragmatic Approach (1987), Electro-Optical Devices and Systems (1990), Optical Computing: An Introduction (1992), Electro-Optical Displays (1992), Continuous Signals and Systems with Matlab (2001, 2009), and Digital Design: Basic Concepts and Principles (2008) বিশেষভাবে উল্লেখযোগ্য।
পুরস্কার ও সম্মাননা:
মোহাম্মদ আতাউল করিম যেসকল পুরস্কারে ভূষিত হয়েছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য:
-এনসিআর স্টেকহোল্ডার অ্যাওয়ার্ড (১৯৮৯)
-নাসা টেক ব্রিফ অ্যাওয়ার্ড (১৯৯০)
-আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড (১৯৯৪)
-আউটস্ট্যান্ডিং ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যাওয়ার্ড (১৯৯৮)
এছাড়াও তার সম্মানার্থে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন তালিকায়:
-২০০০ আউটস্ট্যান্ডিং সায়েন্টস্ট অফ দি টুয়েন্টিথ সেঞ্চুরী
-আমেরিকান ম্যান এ্যান্ড উইম্যানস ইন দি সায়েন্স
অবদান:
বাংলাদেশের জন্য তার সবচেয়ে বড় অবদান ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি আয়োজন। এই সম্মেলনটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সম্মেলনে পরিণত হয়েছে। ড. করিম এই সম্মেলনের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান। এই কমিটির ৮৫ সদস্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ। সম্মেলনে প্রকাশিতব্য বৈগানিক নিবন্ধসমূহ কমিটির সদস্যবৃন্দ পর্যালোচনা করেন। এই সম্মেলনের ফলে বাংলাদেশের বিজ্ঞানী ও প্রকৌশলীরা তাদের কাজ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারছেন।
পারিবারিক জীবন:
ড. করিম ১৯৭৭ সালে সহপাঠী সেতারাকে বিয়ে করেন। সেতারা একজন প্রাণ্রসায়নবিদ। তিনি এক পুত্র ও দুই কন্যার জনক।
প্রফুল্ল চন্দ্র রায়
পরিচয়:
প্রফুল্ল চন্দ্র রায় যিনি পি সি রায় নামেও পরিচিত(আগস্ট ২, ১৮৬১ – জুন ১৬, ১৯৪৪) একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক, কবি। তিনি বেঙ্গল কেমিকালের প্রতিষ্ঠাতা এবং মার্কিউরাস নাইট্রাইট-এর আবিষ্কারক। দেশী শিল্পায়ন উদ্যোক্তা। তাঁর জন্ম অবিভক্ত বাংলার খুলনা জেলায় (বর্তমানে বাংলাদেশের অন্তর্গত)। তিনিজগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন। পি সি রায় বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাডুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তার মা’র ভূবনমোহিনী দেবী এবং পিতার নাম হরিশচন্দ্র রায় যিনি স্থানীয় একজন জমিদার ছিলেন। তার পরিবার ছিল বনিয়াদি। ছোটবেলা থেকেই প্রফুল্লচন্দ্র অত্যন্ত তুখোড় এবং প্রত্যুৎপন্নমতি ছিলেন।
তার পড়াশোনা শুরু হয় বাবার প্রতিষ্ঠিত এম ই স্কুলে। ১৮৭২ সালে তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন, কিন্তু রক্ত আমাশা রোগের কারণে তার পড়ালেখায় ব্যাপক বিঘ্নের সৃষ্টি হয়। বাধ্য হয়ে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। গ্রামে থাকার এই সময়টা তার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনে সাহায্য করেছে। বাবার গ্রন্থাগারে প্রচুর বই পান তিনি এবং বইপাঠ তার জ্ঞানমানসের বিকাশসাধনে প্রভূত সহযোগিতা করে।
শিক্ষাজীবন:
১৮৭৪ সালে প্রফুল্লচন্দ্র আবার কলকাতায় ফিরে যেয়ে অ্যালবার্ট স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকেই ১৮৭৮ সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজে (বর্তমান বিদ্যাসাগর কলেজ) ভর্তি হন। ১৮৮১ সালে সেখান থেকে এফ এ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করে তিনি প্রেসিডেন্সী কলেজে বি এ ভর্তি হন। প্রেসিডেন্সী থেকে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে তিনি স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। এই বিশ্ববিদ্যালয় হতে তিনি বি এস সি পাশ করেন এবং ডি এস সি ডিগ্রী লাভের জন্য গবেষণা শুরু করেন। তার সেই গবেষণার বিষয় ছিল কপার ম্যাগনেসিয়াম শ্রেণীর সম্মিলিত সংযুক্তি পর্যবেক্ষণ (Conjugated Sulphates of Copper Magnesium Group: A Study of Isomorphous Mixtures and Molecular Combination)। দুই বছরের কঠোর সাধনায় তিনি এই গবেষণা সমাপ্ত করেন এবং পি এইচ ডি ও ডি এস সি ডিগ্রী লাভ করেন। এমনকি তার এই গবেষণাপত্রটি শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় তাকে হোপ প্রাইজে ভূষিত করা হয়। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই ১৮৮৫ সালে সিপাহী বিদ্রোহের আগে ও পরে (India Before and After the Sepoy Mutiny) এবং ভারতবিষয়ক বিভিন্ন নিবন্ধ লিখে ভারতবর্ষ এবং ইংল্যান্ডে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
কর্মজীবন:
ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে ১৮৮৮ সালে আচার্য রায় স্বদেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে প্রেসিডেন্সী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। প্রায় ২৪ বছর তিনি এই কলেজে অধ্যাপনা করেছিলেন। অধ্যাপনাকালে তার প্রিয় বিষয় রসায়ন নিয়ে তিনি নিত্য নতুন অনেক গবেষণাও চালিয়ে যান। তার উদ্যোগে তার নিজস্ব গবেষণাগার থেকেই বেঙ্গল কেমিক্যাল কারখানা সৃষ্টি হয় এবং পরবর্তীকালে ১৯০১ সালে তা কলকাতার মানিকতলায় ৪৫ একর জমিতে স্থানান্তরিত করা হয়। তখন এর নতুন নাম রাখা হয় বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড।
অবদান:
-নিজের বাসভবনে দেশীয় ভেষজ নিয়ে গবেষণার মাধ্যমে তিনি তার গবেষণাকর্ম আরম্ভ করেন। তার এই গবেষণাস্থল থেকেই পরবর্তীকালে বেঙ্গল কেমিক্যাল কারখানার সৃষ্টি হয় যা ভারতবর্ষের শিলপায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই বলা যায় বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতীয় উপমহাদেশের শিল্পায়নে তার ভূমিকা অনস্বীকার্য।
-১৮৯৫ সালে তিনি মারকিউরাস নাইট্রাইট (HgNO2) আবিষ্কার করেন যা বিশ্বব্যাপী আলোড়নের সৃষ্টি করে। এটি তার অন্যতম প্রধান আবিষ্কার। তিনি তার সমগ্র জীবনে মোট ১২ টি যৌগিক লবন এবং ৫ টি থায়োএস্টার আবিষ্কার করেন।
সম্মাননা:
-সি আই ই: ১৯১১ সালে কলকাতা বিশ্ববাদ্যালয়ের সিন্ডিকেট হিসেবে তৃতীয়বারের মত তিনি ইংল্যান্ড যান এবং সেখান থেকেই সি আই ই লাভ করেন।
-সম্মানসূচক ডক্টরেট: ১৯১১ সালে ডারহাম বিশ্ববিদ্যালয় তাকে এই ডিগ্রী দেয়। এছাড়া ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীকালে মহীশুর ও বেনারস বিশ্ববিদ্যালয় থেকেও তিনি ডক্টরেট পান।
-নাইট: ১৯১৯ সালে তিনি নাইট উপাধি লাভ করেন।
ব্যাক্তি হিসেবে আচার্য:
দেশপ্রেম
-আচার্য দেবের দেশপ্রেম তাকে ইউরোপে থেকে ফিরিয়ে এনেছিল। দেশে এসেও তিনি তার সেই স্বদেশপ্রীতির পরিচয় দিয়েছেন। তিনি ক্লাসে বাংলায় লেকচার দিতেন। বাংলা ভাষা তার অস্তিত্বের সাথে মিশে ছিল। তার বাচনভঙ্গী ছিল অসাধারণ যার দ্বারা তিনি ছাত্রদের মন জয় করে নিতেন খুব সহজেই। তিনি সকল ক্ষেত্রেই ছিলেন উদারপন্থী।
অসাম্প্রদায়িকতা
-কিছু সূত্র মতে, তিনি অসাম্প্রদায়িকই শুধু ছিলেননা বরং সাম্প্রদায়িক চিন্তাধারার মূলোৎপাটনের জন্যও চেষ্টা করেছেন সবসময়। ১৯০৫ সালে ড. কুদরত-এ-খুদাকে প্রেসিডেন্সী কলেজে থেকে রসায়নে প্রথম বিভাগ দেয়া হয়। অনেকের বিরোধিতা সত্ত্বেও প্রফুল্লচন্দ্র নিজের সিদ্ধান্ত মোতাবেক কুদরত-এ-খুদাকে প্রথম বিভাগ দেন। এরকম ব্যাপার শোনা যায় শেরে বাংলা এ. কে. ফজলুক হকের জীবনী থেকেও।
গ্রন্থাবলী
-India Before and After the Sepoy Mutiny (সিপাহী বিদ্রোহের আগে ও পরে)
-সরল প্রাণীবিজ্ঞান, বাঙ্গালী মস্তিষ্ক ও তার অপব্যবহার
-হিন্দু রসায়নী বিদ্যা
-মোট গবেষণাপত্রের সংখ্যা ১৪৫ টি
শাহ মোহাম্মদ ফারুক

পরিচয়:
শাহ মোহাম্মদ ফারুক ১৯৫৬ সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। শাহ মোহাম্মদ ফারুক একজন বাংলাদেশী বিজ্ঞানী এবং ভিব্রিও কলেরীর একজন অগ্রগণ্য গবেষক। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ এর মলিকুলার জেনেটিক্স ইউনিট এর প্রধান। তিনি খাদ্যবাহিত ও পানিবাহিত রোগসৃষ্টিকারী ব্যাক্টেরিয়া নিয়ে গবেষণা করেন। তিনি থার্ড ওয়ার্ল্ড অ্যাকাডেমী অব সায়েন্সেস এবং বাংলাদেশ অ্যাকাডেমী অব সায়েন্সেস এর একজন ফেলো।
শিক্ষাজীবন:
তিনি যশোর জিলা স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে বিএসসি ও ১৯৭৯ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন:
ড. ফারুক ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৮৮ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০১০ সাল থেকে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন।
পুরস্কার:
তিনি ২০০৫ সালে মেডিকেল সায়েন্সে থার্ড ওয়ার্ল্ড অ্যাকাডেমী অব সায়েন্সেস প্রাইজ ২০০৫ লাভ করেন।

জাপানে ব্যাঙ নিয়ে আমাদের গবেষকের সাফল্য...

 জাপানে ব্যাঙ নিয়ে আমাদের গবেষকের সাফল্য...
মো: ইউসুফ আলী, বাকৃবি : ব্যাঙ কিংবা এম্পবিয়িা নিয়ে তেমন কেউ গবেষণা করতে চাননা। বিশেষ করে বাংলাদশের মত অনুন্নত দেশে এটা নিয়ে গবেষণা করা নিত্যন্তই কঠিন। তবে যে কোন দেশের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য ব্যাঙ নিয়ে গবেষণা করা অপরিহার্য। এটি একদিকে যেমন প্রকৃতির জীববৈচিত্র্য রক্ষা করতে পারে তেমনি ক্ষতকির কীটপতঙ্গ খেয়ে ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

বিশ্বের ৫হাজার ৪৪৩ প্রজাতির ব্যাঙের মধ্যে দেড়’শ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। এ বিলুপ্ত প্রাপ্ত প্রজাতির অধিকাংশই দক্ষিণ এশিয়ার। এক গবেষণা প্রতিবেদনে জানা গেছে, আগামী ২৫ বছরে প্রায় ২ হাজার প্রজাতির ব্যাঙ পৃথিবী থেকে হারিয়ে যাবে।
f
প্রকৃতির জন্য উত্তম এ বন্ধুটির নিয়ে দীর্ঘকাল গবেষণা করে নতুন এক প্রজাতির ব্যাঙের সন্ধান পেয়েছেন জাপান প্রবাসী বাংলাদেশী গবেষক মো. মাহমুদুল হাসান। বাংলাদশে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক শেষ করে ২০০৬ সালে ব্যাঙ নিয়ে গবষেণা শুরু করেন তরুন এ বিজ্ঞানী ।

বাকৃবির প্রয়াত শিক্ষক অধ্যাপক ড. মো. মোখলছেুর রহমান খাঁনের অনুপ্রেরণায় বাংলাদেশে প্রাপ্ত অজানা প্রজাতির ব্যাঙ নিয়ে গবষেণায় পাড়ি জমান সুদূর জাপান। সেখানে হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এম্পিবিয়ান বায়োলোজিতে প্রায় ৭ বছর গবেষণার পর তিনি এ সফলতা পেয়েছেন।

বাংলাদশে সরকাররে অনুমতি নিয়ে বাংলাদেশে প্রাপ্ত সম্ভাবনাময় বানিজ্যিক প্রজাতরি ব্যাঙ জীবিত/মৃত কিংবা শুধুমাত্র পায়ের নখের একাংশ জাপানে নিয়ে যান। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের সকল প্রজাতির ব্যাঙ নিয়ে ২০১২ সালে একটি নিবন্ধন পেপার আর্ন্তজাতকি র্জানালে (Zoological Science, volume 29, page 162-172)) প্রকাশ করেন।

বর্তমানে বাংলাদেশে ব্যাঙের মোট প্রজাতরি সংখ্যা ৪৩টির বেশি, যার মধ্যে ৮টি ক্রিপটিক প্রজাতি (অনাবিষ্কৃত)। কক্সবাজারের উকূলীয় এলাকা টেকনাফ থেকে দেশের অনাবস্কিৃত ৮টি ব্যাঙের মধ্যে ১টি ব্যাঙ বৈজ্ঞানকি পদ্ধতি বিশ্লেষণ করেন। পরে ব্যাঙটির নামকরণ করেন Hoplobatarchus litoralis. litoralis এটি ল্যাটিন শব্দ যার র্অথ উপকূল।
f-2
আবিষ্কৃত নতুন প্রজাতি সম্পর্কে মাহমুদুল হাসান জানান, বাংলাদেশে মলিকুলার পর্যায়ে কাজ করে ব্যাঙের সঠিক প্রজাতি নির্ধারণ করার মত সুযোগ-সুবধিা এখনও তৈরি হয়নি যার ফলে অনাবষ্কিৃত রয়ে গেছে বাংলাদশেরে অপার সম্ভাবনার বৈচিত্র্যময় এম্পিবিয়ান সেক্টরটি। মৎস্য বিভাগের তথ্য মতে ১৯৯১-৯২ সালে বাংলাদেশ ৭৭১ মেট্রিক টন ব্যাঙের পা বিদেশে রফতানী করে ১১.০৯ কোটি টাকা আয় করে। থাইল্যান্ড, ভিয়েতনামের মত আমাদের দেশ নতুন আবিষ্কৃত ব্যাঙের প্রজাতিটি (Hoplobatarchus litoralis) মাছের মত কৃত্রিমভাবে চাষ করে ইউরোপ, আমেরিকার বাজারে রপ্তানী করে বাংলাদেশ প্রতি বছর কোট কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি প্রচুর সংখ্যক বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

এছাড়া ব্যাঙের চামড়া দিয়ে মানি ব্যাগ, হাড় দিয়ে ছোট ছোট মেয়েদের গহনা ও বিভিন্ন ধরণের শো-পিস তৈরি করা যায়। শুধু তাই নয় ব্যাঙের মাংস অনেক পুষ্টিকর খাবার যা উন্নত বিশ্বের বিভিন্ন রেস্টুরেন্টে নিয়মিত খাবার মেনু। তাই ব্যাঙের মাংসকে প্রক্রিয়াজাত করে প্রোটিনের উৎস্য হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, মো. মাহমুদুল হাসান ইতোপূর্বে দুটি ব্যাঙের প্রজাতি নিয়ে গবেষণা করে সাফল্য পেয়েছিলেন। বর্তমানে তিনি আরো দুটি নতুন প্রজাতির নিয়ে গবেষণার চুড়ান্ত পর্যায়ে রয়েছেন।

Wednesday, May 28, 2014

হান নদীর গল্পগাথা

শহরের বুক চিরে চলে গেছে হান নদীশহরের বুক চিরে চলে গেছে হান নদীসোউলের রাস্তাঘাট দেখলে কে বলবে আন্তর্জাতিক রপ্তানি-বাণিজ্যের দিক থেকে এটি পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ দক্ষিণ কোরিয়ার রাজধানী? এতটা পথ ধরে যে যাচ্ছি, গাড়িটাকে আটকে থাকতে হচ্ছে বড়ই কম। কদাচিৎ খানিক মন্থর হলেও তা হচ্ছে কিছুক্ষণের জন্য মাত্র। আকাশ-আঁচড়ানো অট্টালিকা কম নেই, কিন্তু অবাধ দৃষ্টির জন্য খোলা পরিসরও যথেষ্ট। প্রশস্ত রাস্তা উপচে দুপাশের মুক্ত অবকাশ ছড়িয়ে গেছে আরও অনেকটা। পথের দুপাশ সবুজ গাছের ঘন ফ্রেমে বাঁধানো। শহরের বুক চিরে চলে গেছে হান নদী। তার সঙ্গে হাতের আঁকিবুঁকি রেখার মতো সরু সরু জলধারা।
আমরা এসেছি কোরিয়া ফাউন্ডেশনে। অধ্যাপক সেওং-কন কিম আমাদের শোনাবেন কোরিয়ার উঠে দাঁড়ানোর গল্প। অধ্যাপক কিম পড়ান সোউল বিশ্ববিদ্যালয়ে, ইংরেজি সাহিত্যে। তিনি যা শোনালেন, সেটি ছাইয়ের সোনা হয়ে ওঠার গল্প।
অন্য আরও বহু দেশের মতো কোরিয়ার অতীতও অশ্রু আর বিলাপের কাহিনিতে ভরা। কোরিয়ার ইতিহাসের ধূসর পৃষ্ঠা বারবার লাল হয়ে উঠেছে দখল আর অত্যাচারের ঘটনায়। চীনের মোঙ্গলরা আক্রমণ করতে করতে কোরিয়ার প্রায় পুরোটাই একসময়ে খেয়ে নিয়েছিল। নাক উঁচু করে বেঁচে ছিল শুধু দ্বীপের মতো সামান্য একটু অংশ।
এ ছাড়া গত শতকের গোড়ায়, ১৯১০ সালে, জাপানের সঙ্গে তারা এক দাস্য চুক্তির অধীনে যেতে বাধ্য হয়। কয়েকটি সংখ্যাই এর পরের ঘটনা বলে দেবে। ৫০ লাখ কোরীয়কে জাপানের কাছে স্বেচ্ছাশ্রম দিতে হয়। কেবল যুদ্ধেই প্রাণ হারান চার লাখ শ্রমিক। শরীর দিতে বাধ্য করা হয় চীনাসহ প্রায় দুই লাখ কিশোরী ও নারীকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্নায়ুযুদ্ধের সূচনাকালে, ১৯৪৮ সালে, দুই টুকরোর এই ভাগের দক্ষিণ কোরিয়া হয়ে পড়ে আরও নিঃস্ব। উপরন্তু বারবার তারা কখনো চীন, কখনো রাশিয়ার সমর্থনে ক্রমাগত আক্রমণে ছিন্নভিন্ন হতে থাকে।
‘১৯৬০-এর দশকেও আমাদের অর্থনৈতিক অবস্থা উত্তর কোরিয়ার চেয়ে খারাপ ছিল।’ বললেন অধ্যাপক কিম। ‘কিন্তু আমরা অতীতের ধ্বংসস্তূপে মুখ গুঁজে না থাকার পণ করেছিলাম। যতটা সামান্য সুযোগই পেয়েছি, সেটুকুই ব্যবহার করেছি উঠে দাঁড়ানোর কাজে।’
কিন্তু উঠে দাঁড়ালেন কীভাবে? অধ্যাপক কিমের মতে, তাঁদের জাতীয় নেতাদের দূরদৃষ্টি আর সাধারণ মানুষের অদম্য সংকল্প। রাজনীতিতে সামরিক-বেসামরিক যে সরকারই আসুক না কেন, অর্থনৈতিক গতিশীলতা বাড়ানোর চেষ্টা করেছে সবাই। ১৯৬২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এর ব্যাঘ্রতুল্য অর্থনীতি বেড়েছে বছরে ১০ শতাংশ করে, রপ্তানি বেড়েছে ২০ শতাংশ করে। তাঁদের অর্থনীতি এখন বিশ্বের দ্বাদশ বৃহত্তম। এই মায়াবী কাহিনিকে কেউ কেউ আখ্যা দেয় রাজধানীর বুক চিরে চলে যাওয়া ‘হান নদীর জাদুগাথা’ বলে।
খাত তৈরি করেছেন নেতারা, আর সে পথ ধরে এগিয়ে গেছে সাধারণ মানুষ। কিম বলেন, ‘পৃথিবীর বিস্ময় যে স্যামসাং, সে কিন্তু তার কারিগর জ্ঞান পেয়েছে সনির কাছ থেকে; হিউন্দাইয়ের প্রকৌশলজ্ঞান মিৎসুবিশির কাছ থেকে পাওয়া। কিন্তু মূল প্রতিষ্ঠানগুলোকে ছাড়িয়ে গিয়ে যে ওরা পৃথিবীটাকে সয়লাব করে দিল, তার পেছনে আছে মানুষ।’
রূপকথার গল্পটির আবেশ মাথায় নিয়ে আমরা বেরিয়ে আসি বাইরে। চোখ পড়ে ভবনের ঠিক পাশেই চওড়া ফুটপাতের ওপরে। ফেস্টুন-ব্যানার টানিয়ে তাতে অবস্থান ধর্মঘটে বসেছেন শ্রমিক সংঘের সদস্যরা। ১৬ এপ্রিল ভয়াবহ এক ফেরি দুর্ঘটনায় ৩০৪ জন মানুষের মৃত্যুতে এই প্রতিবাদ। মৃতদের বড় অংশটি দানওন নামে একটি স্কুলের ছাত্রছাত্রী। আজ চলছে ধর্মঘটের দশম দিন। নানা তৎপরতাও চলছে শ্রমিকদের। কিন্তু কোথাও কোনো অস্থিরতা নেই। আছে নীরব গাম্ভীর্য। নৈঃশব্দ্যই কেমন এক অদ্ভুত ভার চাপিয়ে দিয়েছে চারপাশের ব্যস্ততার ওপর।
শ্রমিকদের একটি ব্যানারে লেখা, ‘এই নৌ-দুর্ঘটনা সরকারি নীতির ব্যর্থতার ফল। তাদের কাছে ব্যবসার মুনাফা আর দক্ষতার জায়গা মানুষের জীবন ও নিরাপত্তার ওপরে।’ এই এক বৈপরীত্যময় টানাপোড়েন, প্রায় সর্বত্র।
কোরিয়া ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, বর্তমান প্রেসিডেন্ট পার্ক গেউন-হাইয়ের ৭১ শতাংশ জনপ্রিয়তা এ দুর্ঘটনার পরে নেমে এসেছে ৪০ শতাংশে। সামনেই কোরিয়ার স্থানীয় সরকারের বিরাট নির্বাচন। এ দুর্ঘটনা সব রকম প্রচার-প্রচারণার গায়ে পানি ঢেলে দিয়েছে। কোথাও কোনো বাড়াবাড়ি তো দূরের কথা, সাড়াশব্দই প্রায় নেই। ‘কোরিয়ার গণতন্ত্র এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের আবেগকে মূল্য না দিয়ে উপায় নেই।’
সে আবেগেরই ভিন্ন একটি গল্প পড়া গেল পত্রিকায়। যে স্কুলের এতগুলো ছাত্রছাত্রী প্রাণ হারাল, তার উপাধ্যক্ষও আত্মহত্যা করেছেন ঘটনার কয়েক দিন পর। কেন? তাঁরই পরিকল্পিত এক মাঠসফরে যাওয়ার সময়েই যে বাচ্চাগুলো বেঘোরে প্রাণ হারাল। এ বেদনার ভার তিনি বইতে পারছিলেন না। আত্মহত্যার আগে চিরকুটে লিখে গেছেন, ‘স্বর্গে হয়তো আমি আবার ওই শিশুগুলোর শিক্ষক হব, যাদের শরীর খুঁজে পাওয়া যায়নি।’
কোরিয়ার এই মানুষগুলো মানুষ হিসেবে আমাদের সীমানা কতটাই না বাড়িয়ে দিয়েছেন।

Tuesday, April 22, 2014

বলুন্ত কি?

তিন অক্ষরে নাম তার জলে বাস করে
মধ্যের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে।

Sunday, April 20, 2014

বলুন্ত কি?

এক গাছ টান দিলে বেক গাছ নড়ে
কানা কুক্কা ডাক দিলে গুম গুম করে

কালিদাস পণ্ডিতের ধাঁধাঁ

১।
জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ী
ফকির নহে, ওঝা নহে, মুখেতে দাড়ী।

২।
দিন রাত ছলি ফিরি নাহি মোর অবসর
দিন যায় মাস যায়, যায় চলে বছর।

৩।
চার পায়ে বসি, আট পায়ে চলি
বাঘ নয়, ভালুক নয়, আস্ত মানুষ গিলি।

৪।
আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে
তবু সবাই তারে ফল নাম বলে।

৫।
হাত নাই, পা নাই, এ কেমন রসিক নাগর
আনায়েসে পার হয় নদী কিংবা সাগর।

৬।
কালো হরিণ থাকে কালো পাহাড়ে
দশ জনে ধরে আনে দুইজনে মারে।

৭।
হাত আছে পা নাই মাথা তার কাটা
আস্ত মানুষ গিলে খায় বুক তার কাটা।

৮।
সাগরে জন্ম, আমরা থাকি সবার ঘরে
পানির পরশ পেলে যাই তবে মরে।

৯।
দুই অক্ষরে নাম আমার, পৃথিবীতে থাকি
শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকি।

১০।
দিন করি শতেক বিয়ে কাবিন নাহি হয়
ছেলে মেয়ের মালিক আমি কোন কালে নয়।

ধাধা না পারলে গাধা

১।দিনাজপুর থেকে চাউল নিয়ে বগুড়ার উদ্দেশ্যে একটা ট্রাক (কাভার্ড ভ্যান টাইপের) রওয়ানা দিলো। রওনা হওয়ার সময় ওজন মাপার ব্রিজে দেখা গেল সবসহ ট্রাকটার ওজন কাঁটায় কাঁটায় ১০ টন। কিছুদিন আগের বন্যায় দিনাজপুর থেকে বগুড়ার মাঝপথে একটা সেতু ভেঙ্গে যাওয়ায় সেখানে একটা বেইলি ব্রীজ বানিয়ে রাখা হয়েছে। উন্নততর পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে যে এই বেইলি ব্রীজটার ভারবহন ক্ষমতাও ঠিক ১০টন, এর চেয়ে সামান্য বেশি হলেও হুড়মুড় করে ভেঙ্গে পড়বে।
তো সেই ব্রীজে ওঠার আগে স্পিডব্রেকারে যেই না ট্রাকের গতি কমিয়েছে, ওমনি কোত্থেকে এক দুষ্ট ছেলে ২ কেজি ওজনের একটা বিড়ালকে ট্রাকের বাম্পারে বসিয়ে দিল। ঐ বেড়ালটা ট্রাক থেকে নামার আগেই ওটাকে নিয়ে ট্রাক সেতু পার হয়ে গেল।
প্রশ্ন হল: সেতু ভেঙ্গে পড়লো না কেন? 

২।কিভাবে সম্ভব? দিনের চেয়ে বছর ছোট?

৩।কাটলে একটি না কাটলে দুইটি । বলুনতো কি? 

৪।বলুন তো কোন সেই কাজ, যা করলে কোন শাস্তি নেই, কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি আছে? 

৫।এক ভদ্রলোক লিবিয়া থেকে প্রতি বস্তা ময়দা ৫ দিনার করে কিনে বাংলাদেশে গিয়ে ২০০ টাকা করে বিক্রয় করন। এভাবে কিছুদিন ব্যাবসা করার পরেই দেখা গেল তিনি একেবারে কোটিপতি হয়ে গেছেন। কিভাবে?

মজার ধাধা 2

১।আসাদ সাহেব খুন হয়েছেন। পুলিশ ইনস্পেক্টর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছেন।

১ম সন্দেহভাজন (ভাগিনা) : আমি তখন রাত দশটার সংবাদ দেখছিলাম। সংবাদ মাত্র শুরু হয়েছিল। শিরোণামগুলো দেখাচ্ছিল। চতুর্থ শিরোণামে যখন ক্রিকেটের কথা বলছিল তখন হঠাত আমি একটা চিতকার শুনতে পাই। উঠে গিয়ে দেখি মামা উপুড় হয়ে মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে।

২য় সন্দেহভাজন (ভাতিজা) : আমি তখন গল্পের বই পড়ছিলাম। হুমায়ূন আহমেদের আজ আমি কোথাও যাবো না। ১২ নম্বর শেষ করে পৃষ্ঠা উল্টিয়ে যখন ১৩ নম্বর পৃষ্ঠা পড়া শুরু করতে যাচ্ছিলাম, তখনই চিতকারটা শুনতে পাই। উঠে গিয়ে দেখি চাচা কাত হয়ে মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আর আমার ফুফাতো ভাই তার পাশে হতভম্ভ হয়ে বসে আছে।

৩য় সন্দেহভাজন (লজিং মাস্টার) : আমি তখন নেট ব্রাউজ করছিলাম। অ্যাডবি ফ্ল্যাশ প্লেয়ারের নতুন ভার্সনটা আপগ্রেড করা ছিল না বলে ইউটিউব ভিডিও গুলো চালাতে পারছিলাম না। তাই গুগলে সার্চ দিয়ে সফটপিডিয়া থেকে ফ্ল্যাশ প্লেয়ারের লেটেস্ট ভার্সনটা যখন সবেমাত্র ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে যাচ্ছিলাম, তখনই চিতকারটা আমার কানে আসে। ছুটে গিয়ে দেখি আংকেল সোজা হয়ে মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তার ভাগিনা তার পাশে বসে আছে আর ভাতিজা তার পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে।

ইনস্পেক্টর তার নোটখাতায় এই তিন সন্দেহভাজনের একজনের নামের পাশে স্টার চিহ্ন দিলেন - অর্থাত্‍ একে আরো বেশি জিজ্ঞাসাবাদ করা দরকার। বলতে পারেন কোন ব্যক্তির নামের পাশে তিনি স্টার চিহ্ন দিয়েছিলেন এবং কেন?
সম্পাদনা:
অবশ্যই কারণ ব্যাখ্যা করতে হবে। কারণ ব্যাখা না করে সঠিক সন্দেহভাজনের নাম বললেও উত্তর ভুল ধরা হবে। 


২।বলুন তো কি সেই জিনিস যেটা আপনি কাউকে দিলেও রাখতে আপনাকেই হবে ?

৩।একদিন ত্বোহা ভাই ও জিয়াউর ভাই বাজারে গেলেন। তারা আট লিটার করে সয়াবিন তেল কিনবেন। ত্বোহা ভাইয়ের কাছে ৮ লিটারের একটি ক্যান এবং জিয়াউর ভাইয়ের কাছে ৫ লিটার ও ৩ লিটারের দুটি ক্যান। তারা এলেন আমার দোকানে। আমি প্রথমে ত্বোহা ভাইকে ৮ লিটার তেল দিলাম। এরপর দেখি আমার কাছে আর তেল নাই। তো জিয়া ভাইকে বললাম, স্যরি। আর তেল নেই। ত্বোহা ভাই বললেন, সমস্যা নেই আমি ও জিয়া ৪ লিটার করে ভাগ করে নেব। ত্বোহা ভাই শুধুমাত্র এই তিনটি ক্যান ব্যবহার করে জিয়া ভাইকে ৪ লিটার তেল দিয়ে দিলেন। কিভাবে?

আরো কিছু ধাধা

১। এক ব্যক্তি একটি বিখ্যাত ক্লাবে ঢুকতে চান। কিন্তু তিনি মেম্বার নন। তাই তিনি ক্লাবের প্রবেশদ্বারের কাছে আড়ালে থেকে শুনতে লাগলেন।
প্রথম সদস্য এলে দ্বাররক্ষী বলল "TWELVE ".
সদস্য বললেন "SIX "। তাঁকে ঢুকতে দেওয়া হল।
দ্বিতীয় সদস্য এলে দ্বাররক্ষী বলল "SIX"
২য় সদস্য বললেন "THREE "। তাঁকে ঢুকতে দেওয়া হল।
এই দুই উত্তর শুনে ঐ ব্যক্তি কনফিডেন্স পেলেন। তিনি সোজা প্রবেশদ্বারের কাছে গেলে দ্বাররক্ষী বলল "TEN".
তিনি বললেন "FIVE ".
কিন্তু দ্বাররক্ষী তাঁকে ঢুকতে দিল না।
কি বললে তিনি প্রবেশের জন্য ছাড় পেতেন ?


২।আনিস সাহেব একটি নতুন সাবান বাজারে ছাড়লেন। জুঁই সাবান। তার সাবানটির জনপ্রিয়তা অর্জনের জন্য তিনি মজার একটি অফার দেন। তা হচ্ছে তার সাবানের দুটি খালি প্যাকেট জমা দিলে প্যাকেট সহ একটি সাবান ফ্রী। আপনি দুটি সাবানের টাকা নিয়ে দোকানে গেলেন। আপনার প্যাকেটের চেয়ে সাবান বেশি দরকার। আপনি সর্বোচ্চ লাভবান হলে কয়টি সাবান এবং কয়টি প্যাকেট নিয়ে বাসায় আসবেন?
ব্যাখ্যা দিয়ে দেবেন। 

৩।একটা ঝুড়ির মধ্যে সাত আম আছে। সাতটা পিচ্চি সেই আমগুলো পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। যথাসময়ে সাতজনকেই একটা করে আম দিয়ে দেওয়া হল। কিন্তু দেখা গেল তার পরেও ঝুড়িতে একটা আম রয়ে গেছে। কিভাবে? 

৪।হাসান সাহেব একজন কম্পিউটার ব্যবসায়ী। তার চেহারার বর্ণনা দিতে গেলে বলতে হয়, তিনি বেশ মোটা এবং খাটো, চোখে পুরু লেন্সের চশমা এবং মুখে ফ্রেঞ্চকাট দাড়ি। তিনি থাকেন শহরের শেষ প্রান্তে নির্জন এলাকায় অবস্থিত একটি বারো তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দ্বাদশ তলায়। প্রতিদিন ব্যবসার কাজে তিনি সকাল আটটা বাজে ঘর থেকে বেরিয়ে যান এবং রাত দশটার সময় ঘরে ফিরে আসেন।

সকাল বেলা ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় তিনি প্রতিদিনই লিফটে করে নামেন। ঘরে ফেরার সময়ও তিনি লিফটই ব্যবহার করেন - কিন্তু পুরাটুকু নয়। প্রতিদিনই রাত দশটার সময় যখন তিনি ফিরে আসেন, তখন নিজের ফ্ল্যাটে উঠার সময় প্রথম নয় তলা লিফটে করে উঠেন এবং বাকি তিনতলা হেটে উঠেন।

বলতে হবে, ভদ্রলোক বাকি তিন তলা হেটে উঠেন কেন? (উল্লেখ্য বাড়িতে লিফট একটাই)