ধাঁধা-১
উপরে ময়ূর এর পেখম, নিচে হাতির দাত
যে কহিতে না পারিবে সে বেক্কলের জাত।
ধাঁধা-2
দুই হাত চার পা, নাই লেজ মুড়ো
সকলেরে কোলে করে কিবা ছেলে বুড়ো
ধাঁধা-৩
ত্যাড় ত্যাড়া ন্যাড় ব্যাড়া
ছ্যাপ দিয়া খাড়া করা
চেংড়ার একবার
বুইড়ার বারবার
ধাঁধা-৪
নাই মুখ নাই মাথা, টিপ দিলে কয় কথা।
ধাঁধা-৫
কোন জিনিষ কাটলে বড় হয়?
ধাঁধা-৬
উপরে পাতা নিচে দাড়ি, ইন্জিন ছাড়া চলে গাড়ি।
ধাঁধা-৭
চারদিকে বাল
মাঝখানে খাল
খালের ভিতরে লাল।
স্বামী আছে যতোদিন
দিতে হবে ততোদিন।
ধাঁধা-৮
তিন অক্ষরের নাম তার অতি ভয়ঙ্কর,
মাঝের অক্ষর বাদ দিলে হয় অলঙ্কর।
ধাঁধা-৯
হাত আছে, পা নেই, বুক তার ফাটা
মানুষকে গিলে খায়, নাই তার মাথা
উপরে ময়ূর এর পেখম, নিচে হাতির দাত
যে কহিতে না পারিবে সে বেক্কলের জাত।
ধাঁধা-2
দুই হাত চার পা, নাই লেজ মুড়ো
সকলেরে কোলে করে কিবা ছেলে বুড়ো
ধাঁধা-৩
ত্যাড় ত্যাড়া ন্যাড় ব্যাড়া
ছ্যাপ দিয়া খাড়া করা
চেংড়ার একবার
বুইড়ার বারবার
ধাঁধা-৪
নাই মুখ নাই মাথা, টিপ দিলে কয় কথা।
ধাঁধা-৫
কোন জিনিষ কাটলে বড় হয়?
ধাঁধা-৬
উপরে পাতা নিচে দাড়ি, ইন্জিন ছাড়া চলে গাড়ি।
ধাঁধা-৭
চারদিকে বাল
মাঝখানে খাল
খালের ভিতরে লাল।
স্বামী আছে যতোদিন
দিতে হবে ততোদিন।
ধাঁধা-৮
তিন অক্ষরের নাম তার অতি ভয়ঙ্কর,
মাঝের অক্ষর বাদ দিলে হয় অলঙ্কর।
ধাঁধা-৯
হাত আছে, পা নেই, বুক তার ফাটা
মানুষকে গিলে খায়, নাই তার মাথা
No comments:
Post a Comment