Tuesday, April 22, 2014

বলুন্ত কি?

তিন অক্ষরে নাম তার জলে বাস করে
মধ্যের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে।

Sunday, April 20, 2014

বলুন্ত কি?

এক গাছ টান দিলে বেক গাছ নড়ে
কানা কুক্কা ডাক দিলে গুম গুম করে

কালিদাস পণ্ডিতের ধাঁধাঁ

১।
জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ী
ফকির নহে, ওঝা নহে, মুখেতে দাড়ী।

২।
দিন রাত ছলি ফিরি নাহি মোর অবসর
দিন যায় মাস যায়, যায় চলে বছর।

৩।
চার পায়ে বসি, আট পায়ে চলি
বাঘ নয়, ভালুক নয়, আস্ত মানুষ গিলি।

৪।
আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে
তবু সবাই তারে ফল নাম বলে।

৫।
হাত নাই, পা নাই, এ কেমন রসিক নাগর
আনায়েসে পার হয় নদী কিংবা সাগর।

৬।
কালো হরিণ থাকে কালো পাহাড়ে
দশ জনে ধরে আনে দুইজনে মারে।

৭।
হাত আছে পা নাই মাথা তার কাটা
আস্ত মানুষ গিলে খায় বুক তার কাটা।

৮।
সাগরে জন্ম, আমরা থাকি সবার ঘরে
পানির পরশ পেলে যাই তবে মরে।

৯।
দুই অক্ষরে নাম আমার, পৃথিবীতে থাকি
শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকি।

১০।
দিন করি শতেক বিয়ে কাবিন নাহি হয়
ছেলে মেয়ের মালিক আমি কোন কালে নয়।

ধাধা না পারলে গাধা

১।দিনাজপুর থেকে চাউল নিয়ে বগুড়ার উদ্দেশ্যে একটা ট্রাক (কাভার্ড ভ্যান টাইপের) রওয়ানা দিলো। রওনা হওয়ার সময় ওজন মাপার ব্রিজে দেখা গেল সবসহ ট্রাকটার ওজন কাঁটায় কাঁটায় ১০ টন। কিছুদিন আগের বন্যায় দিনাজপুর থেকে বগুড়ার মাঝপথে একটা সেতু ভেঙ্গে যাওয়ায় সেখানে একটা বেইলি ব্রীজ বানিয়ে রাখা হয়েছে। উন্নততর পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে যে এই বেইলি ব্রীজটার ভারবহন ক্ষমতাও ঠিক ১০টন, এর চেয়ে সামান্য বেশি হলেও হুড়মুড় করে ভেঙ্গে পড়বে।
তো সেই ব্রীজে ওঠার আগে স্পিডব্রেকারে যেই না ট্রাকের গতি কমিয়েছে, ওমনি কোত্থেকে এক দুষ্ট ছেলে ২ কেজি ওজনের একটা বিড়ালকে ট্রাকের বাম্পারে বসিয়ে দিল। ঐ বেড়ালটা ট্রাক থেকে নামার আগেই ওটাকে নিয়ে ট্রাক সেতু পার হয়ে গেল।
প্রশ্ন হল: সেতু ভেঙ্গে পড়লো না কেন? 

২।কিভাবে সম্ভব? দিনের চেয়ে বছর ছোট?

৩।কাটলে একটি না কাটলে দুইটি । বলুনতো কি? 

৪।বলুন তো কোন সেই কাজ, যা করলে কোন শাস্তি নেই, কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি আছে? 

৫।এক ভদ্রলোক লিবিয়া থেকে প্রতি বস্তা ময়দা ৫ দিনার করে কিনে বাংলাদেশে গিয়ে ২০০ টাকা করে বিক্রয় করন। এভাবে কিছুদিন ব্যাবসা করার পরেই দেখা গেল তিনি একেবারে কোটিপতি হয়ে গেছেন। কিভাবে?

মজার ধাধা 2

১।আসাদ সাহেব খুন হয়েছেন। পুলিশ ইনস্পেক্টর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছেন।

১ম সন্দেহভাজন (ভাগিনা) : আমি তখন রাত দশটার সংবাদ দেখছিলাম। সংবাদ মাত্র শুরু হয়েছিল। শিরোণামগুলো দেখাচ্ছিল। চতুর্থ শিরোণামে যখন ক্রিকেটের কথা বলছিল তখন হঠাত আমি একটা চিতকার শুনতে পাই। উঠে গিয়ে দেখি মামা উপুড় হয়ে মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে।

২য় সন্দেহভাজন (ভাতিজা) : আমি তখন গল্পের বই পড়ছিলাম। হুমায়ূন আহমেদের আজ আমি কোথাও যাবো না। ১২ নম্বর শেষ করে পৃষ্ঠা উল্টিয়ে যখন ১৩ নম্বর পৃষ্ঠা পড়া শুরু করতে যাচ্ছিলাম, তখনই চিতকারটা শুনতে পাই। উঠে গিয়ে দেখি চাচা কাত হয়ে মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আর আমার ফুফাতো ভাই তার পাশে হতভম্ভ হয়ে বসে আছে।

৩য় সন্দেহভাজন (লজিং মাস্টার) : আমি তখন নেট ব্রাউজ করছিলাম। অ্যাডবি ফ্ল্যাশ প্লেয়ারের নতুন ভার্সনটা আপগ্রেড করা ছিল না বলে ইউটিউব ভিডিও গুলো চালাতে পারছিলাম না। তাই গুগলে সার্চ দিয়ে সফটপিডিয়া থেকে ফ্ল্যাশ প্লেয়ারের লেটেস্ট ভার্সনটা যখন সবেমাত্র ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে যাচ্ছিলাম, তখনই চিতকারটা আমার কানে আসে। ছুটে গিয়ে দেখি আংকেল সোজা হয়ে মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তার ভাগিনা তার পাশে বসে আছে আর ভাতিজা তার পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে।

ইনস্পেক্টর তার নোটখাতায় এই তিন সন্দেহভাজনের একজনের নামের পাশে স্টার চিহ্ন দিলেন - অর্থাত্‍ একে আরো বেশি জিজ্ঞাসাবাদ করা দরকার। বলতে পারেন কোন ব্যক্তির নামের পাশে তিনি স্টার চিহ্ন দিয়েছিলেন এবং কেন?
সম্পাদনা:
অবশ্যই কারণ ব্যাখ্যা করতে হবে। কারণ ব্যাখা না করে সঠিক সন্দেহভাজনের নাম বললেও উত্তর ভুল ধরা হবে। 


২।বলুন তো কি সেই জিনিস যেটা আপনি কাউকে দিলেও রাখতে আপনাকেই হবে ?

৩।একদিন ত্বোহা ভাই ও জিয়াউর ভাই বাজারে গেলেন। তারা আট লিটার করে সয়াবিন তেল কিনবেন। ত্বোহা ভাইয়ের কাছে ৮ লিটারের একটি ক্যান এবং জিয়াউর ভাইয়ের কাছে ৫ লিটার ও ৩ লিটারের দুটি ক্যান। তারা এলেন আমার দোকানে। আমি প্রথমে ত্বোহা ভাইকে ৮ লিটার তেল দিলাম। এরপর দেখি আমার কাছে আর তেল নাই। তো জিয়া ভাইকে বললাম, স্যরি। আর তেল নেই। ত্বোহা ভাই বললেন, সমস্যা নেই আমি ও জিয়া ৪ লিটার করে ভাগ করে নেব। ত্বোহা ভাই শুধুমাত্র এই তিনটি ক্যান ব্যবহার করে জিয়া ভাইকে ৪ লিটার তেল দিয়ে দিলেন। কিভাবে?

আরো কিছু ধাধা

১। এক ব্যক্তি একটি বিখ্যাত ক্লাবে ঢুকতে চান। কিন্তু তিনি মেম্বার নন। তাই তিনি ক্লাবের প্রবেশদ্বারের কাছে আড়ালে থেকে শুনতে লাগলেন।
প্রথম সদস্য এলে দ্বাররক্ষী বলল "TWELVE ".
সদস্য বললেন "SIX "। তাঁকে ঢুকতে দেওয়া হল।
দ্বিতীয় সদস্য এলে দ্বাররক্ষী বলল "SIX"
২য় সদস্য বললেন "THREE "। তাঁকে ঢুকতে দেওয়া হল।
এই দুই উত্তর শুনে ঐ ব্যক্তি কনফিডেন্স পেলেন। তিনি সোজা প্রবেশদ্বারের কাছে গেলে দ্বাররক্ষী বলল "TEN".
তিনি বললেন "FIVE ".
কিন্তু দ্বাররক্ষী তাঁকে ঢুকতে দিল না।
কি বললে তিনি প্রবেশের জন্য ছাড় পেতেন ?


২।আনিস সাহেব একটি নতুন সাবান বাজারে ছাড়লেন। জুঁই সাবান। তার সাবানটির জনপ্রিয়তা অর্জনের জন্য তিনি মজার একটি অফার দেন। তা হচ্ছে তার সাবানের দুটি খালি প্যাকেট জমা দিলে প্যাকেট সহ একটি সাবান ফ্রী। আপনি দুটি সাবানের টাকা নিয়ে দোকানে গেলেন। আপনার প্যাকেটের চেয়ে সাবান বেশি দরকার। আপনি সর্বোচ্চ লাভবান হলে কয়টি সাবান এবং কয়টি প্যাকেট নিয়ে বাসায় আসবেন?
ব্যাখ্যা দিয়ে দেবেন। 

৩।একটা ঝুড়ির মধ্যে সাত আম আছে। সাতটা পিচ্চি সেই আমগুলো পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। যথাসময়ে সাতজনকেই একটা করে আম দিয়ে দেওয়া হল। কিন্তু দেখা গেল তার পরেও ঝুড়িতে একটা আম রয়ে গেছে। কিভাবে? 

৪।হাসান সাহেব একজন কম্পিউটার ব্যবসায়ী। তার চেহারার বর্ণনা দিতে গেলে বলতে হয়, তিনি বেশ মোটা এবং খাটো, চোখে পুরু লেন্সের চশমা এবং মুখে ফ্রেঞ্চকাট দাড়ি। তিনি থাকেন শহরের শেষ প্রান্তে নির্জন এলাকায় অবস্থিত একটি বারো তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দ্বাদশ তলায়। প্রতিদিন ব্যবসার কাজে তিনি সকাল আটটা বাজে ঘর থেকে বেরিয়ে যান এবং রাত দশটার সময় ঘরে ফিরে আসেন।

সকাল বেলা ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় তিনি প্রতিদিনই লিফটে করে নামেন। ঘরে ফেরার সময়ও তিনি লিফটই ব্যবহার করেন - কিন্তু পুরাটুকু নয়। প্রতিদিনই রাত দশটার সময় যখন তিনি ফিরে আসেন, তখন নিজের ফ্ল্যাটে উঠার সময় প্রথম নয় তলা লিফটে করে উঠেন এবং বাকি তিনতলা হেটে উঠেন।

বলতে হবে, ভদ্রলোক বাকি তিন তলা হেটে উঠেন কেন? (উল্লেখ্য বাড়িতে লিফট একটাই)

মজার ধাঁধা

ধাঁধা-১:)
উপরে ময়ূর এর পেখম, নিচে হাতির দাত
যে কহিতে না পারিবে সে বেক্কলের জাত।

ধাঁধা-2:D
দুই হাত চার পা, নাই লেজ মুড়ো
সকলেরে কোলে করে কিবা ছেলে বুড়ো

ধাঁধা-৩
ত্যাড় ত্যাড়া ন্যাড় ব্যাড়া
ছ্যাপ দিয়া খাড়া করা
চেংড়ার একবার
বুইড়ার বারবার;):)

ধাঁধা-৪
নাই মুখ নাই মাথা, টিপ দিলে কয় কথা।:-/


ধাঁধা-৫
কোন জিনিষ কাটলে বড় হয়?

ধাঁধা-৬:D
উপরে পাতা নিচে দাড়ি, ইন্জিন ছাড়া চলে গাড়ি।

ধাঁধা-৭B-):)
চারদিকে বাল
মাঝখানে খাল
খালের ভিতরে লাল।
স্বামী আছে যতোদিন
দিতে হবে ততোদিন। 

ধাঁধা-৮
তিন অক্ষরের নাম তার অতি ভয়ঙ্কর,
মাঝের অক্ষর বাদ দিলে হয় অলঙ্কর।

ধাঁধা-৯:-*
হাত আছে, পা নেই, বুক তার ফাটা
মানুষকে গিলে খায়, নাই তার মাথা

ধাঁধা

একটি ধাধা
৫ অক্ষর এর নাম দিয়ে একটি রাস্ট্রের নাম হয়
মাঝের অক্ষর বাদ দিলে দুটি ফলের নাম হয়
প্রথম ২টি এবং শেষের অক্ষর বাদ দিলে একজন রাস্ট্রপতির নাম হয়।
বলেন তো রাস্ট্রের নাম টি কি?

এক কথায় বলতে পারবেন তাদের দুজোনের কি সর্ম্পক এবং শাড়ির দাম কতো ???

একদিন আমি রাস্তাদিয়ে হেটে যাচ্ছি দেখি একজন কাপড় বিক্রেতা দাড়িয়ে আছে । এবং দুজন মহিলা চুল ছিড়া ছিড়ি ঝগড়া করছে । কাছে গিয়ে জানতে পার লাম তারা একটা শাড়ি নিয়ে ঝগড়া করছে । পাঠক আপনারা কি এক কথায় বলতে পারবেন তাদের দুজোনের কি সর্ম্পক এবং শাড়ির দাম কতো ???

এক লোক ব্যাগ নিয়া কই যেন যাইতেছে...!

এক লোক ব্যাগ নিয়া কই যেন যাইতেছে। সেইসময় তার লগে দুই জন লোকের দেখা হইল। তাদের একজন জিগাইলো, "ভাই আপনার ব্যাগে কি?"
আর অপর লোক তারে জিগাইলো, " ভাই আপনে কই যান?" 
এক কথায় ক্যাম্নে উত্তর দিবো???

পিচ্চি পোলারে তার বাপে গোশ্ত কিনতে পাঠাইছে বাসার ঠিক অপর পাশের কসাইখানায়...!

পিচ্চি পোলারে তার বাপে গোশ্ত কিনতে পাঠাইছে বাসার ঠিক অপর পাশের কসাইখানায়।
পোলা কসাই খানায় গেলে, কসাই জিগাইলো,"  কি দিমু তোমারে?"
ঠিক সেই সময় পোলার মা বারান্দা দিয়া পোলারে ডাক দিলো।
এক কথায় দুইজনরেই উত্তর দিতে হইব।
পোলায় কি কইবো?

কোন জিনিস টানলে ছোট হয়?

কোন জিনিস টানলে ছোট হয়?

এক বুড়ির তিন মাথা খায় শুধু লতাপাতা কি এটা ???

এক বুড়ির তিন মাথা খায় শুধু লতাপাতা...
কি এটা ???

দুই অক্ষরের নাম যার শুনে লাগে ভয়...

দুই অক্ষরের নাম যার শুনে লাগে ভয়
প্রথম অক্ষরে আকার দিলে খাওয়ার জিনিস হয়
শেষ অক্ষরে আকার দিলে সর্বাংগ ঢাকে
তার সাথে 'ই' যোগ করলে লোকে আদর করে
কি এটা ???

হাড়ের হড়মড়ি, মস্তকের খায় তরকারী, চামড়া বেচলে হয় কড়ি... বলতো কি ???



হাড়ের হড়মড়ি,
মস্তকের খায় তরকারী,
চামড়া বেচলে হয় কড়ি...
বলতো কি ???

কে পারবে এই ধাধার উত্তর দিতে ???

এক সাগরে একটি জাহাজ চলছিল।
একসময় একটি ঝড় এসে জাহাজ ডুবিয়ে দিল।
জাহাজ থেকে তিনজন বেচে গেল।
এক কানা, এক বোবা এবং কানার স্ত্রী।
তারা ভাসতে ভাসতে একটি দ্বীপে পৌছুল।
সেই দ্বীপে এসেই তারা খাবার ও মানুষের সন্ধান করতে লাগল।
কোন খাবার ও মানুষ পেলনা তারা।
কোনরকমে দুদিন কাটানোর পর কানার স্ত্রী মারা গেল।
বোবা তা দেখতে পেল।
সম্মানিত পাঠক আপনারা বলুন তো বোবা কিভাবে কানাকে বুঝাবে যে কানার স্ত্রী মারা গেছে?????????????????????

একটা পুকুরে কিছু কচুরীপানা আছে...



একটা পুকুরে কিছু কচুরীপানা আছে।
কচুরীপানাগুলার বৈশিষ্ট্য হল একদিনে প্রতিদিন দ্বিগুনহারে বাড়ে।
৩০ দিনের দিন পুকুরের অর্ধেক ভর্তি হয়ে গেলে পুরা পুকুর ভরতে কয় দিন লাগবে?